জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে দুটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিদ্যমান ৫০টি সংরক্ষিত নারী আসন বহাল রাখার পক্ষে দলটি অবস্থান নিয়েছে।
তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই অনুষ্ঠিত হবে। তাই সংবিধান সংশোধন করে সরাসরি নারী আসন বৃদ্ধি সম্ভব নয়। তবে রাজনৈতিক দলগুলো যেন ৩০০ আসনের মধ্যে অন্তত ৫ শতাংশ, অর্থাৎ ১৫টি আসনে সরাসরি নারী প্রার্থী মনোনয়ন দেয়—এ বিষয়ে একটি মৌখিক বিধান রাখার প্রস্তাব দিয়েছি।”
সালাহউদ্দিন আহমদ আরও জানান, ভবিষ্যতে সংবিধান সংশোধনের মাধ্যমে ৩০০ আসনের মধ্যে ১০ শতাংশ অর্থাৎ ৩০টি আসনে নারীদের সরাসরি নির্বাচনের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাবও বিএনপি দিয়েছে। এতে সকল রাজনৈতিক দলকে এই নীতি গ্রহণে উৎসাহিত করা হবে।
রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিদ্যমান ৫০টি সংরক্ষিত আসন ও প্রস্তাবিত ৩০টি সরাসরি নারী আসন মিলিয়ে মোট ৮০টি আসনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে। সময়ের বিবেচনায় ভবিষ্যতে সরাসরি নির্বাচনের পরিধি আরও বাড়ানো যেতে পারে।”
বিএনপি পুলিশ সংস্কার কমিশনের প্রয়োজনীয়তার বিষয়েও একমত হয়েছে। তিনি বলেন, “পুলিশ বিভাগ যেন জবাবদিহিতার আওতায় আসে এবং জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠা পায়—এ লক্ষ্যেই আমরা এই সংস্কারের প্রস্তাব দিয়েছি।”
রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রেও বিএনপি কমিশনের প্রস্তাবের সাথে একমত হয়েছে। সালাহউদ্দিন বলেন, “স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির নীতিগুলোকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছি। পঞ্চম সংশোধনীতে যে ‘মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’, গণতন্ত্র ও জাতীয়তাবাদের যে মূলনীতি রয়েছে—আমরা তা সমর্থন করি।”
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমিত করার প্রস্তাব নিয়েও বিএনপি একমত হয়েছে। তিনি বলেন, “স্বৈরতন্ত্র, ব্যক্তিতন্ত্র বা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে লক্ষ্যে এই সীমাবদ্ধতা জরুরি।”
এছাড়া নির্বাচন কমিশনের গঠন সাংবিধানিকভাবে নির্ধারণের ওপরও গুরুত্ব দিয়েছে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, স্বাধীন নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধ থাকলে ভবিষ্যতে দেশে গণতন্ত্র সুনিশ্চিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
Leave a Reply