“এনসিপি দেখেন আওয়ামী লীগের নৌকার স্লোগান” ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ভিডিওটির অডিও অংশে ‘নৌকা নৌকা’ স্লোগান শোনা যাচ্ছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৭ লক্ষ ৫৫ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ‘নৌকা নৌকা’ স্লোগান দেয়ার কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত ২২ জুন এনসিপির নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার দিনে নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপি নেতা-কর্মীদের ‘শাপলা শাপলা’ স্লোগানের ভিডিওর অডিও অংশ পরিবর্তনের মাধ্যমে এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে এনসিপি নেতা-কর্মীদের ‘নৌকা নৌকা’ স্লোগান দেওয়ার দাবির এই ভিডিওটি খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ফেসবুক পেজে ২০২৫ সালের ২২ জুন ‘নিবন্ধন আবেদন করেই ‘শাপলা’ প্রতীকের স্লোগান এনসিপি নেতাদের#ncp #partysymbol #shapla #ncpleaders4’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একই স্থানের কাছাকাছি সময়ের ভিডিও খুঁজে পাওয়া যায়। তবে উক্ত ভিডিওর অডিও অংশে এনসিপির নেতা-কর্মীদের নৌকা নয় বরং, ‘শাপলা’ স্লোগানই দিতে শোনা যায়।

এছাড়া, একই দিন একই স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ধারণ করা একাধিক ভিডিও (১, ২, ৩, ৪, ৫, ৬) ফেসবুক পাওয়া যায়। সবগুলো ভিডিওতেই জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীদের ‘শাপলা’ স্লোগান দিতে দেখা যায়।
অর্থাৎ, আলোচিত দাবির ভিডিওতে ‘নৌকা নৌকা’ স্লোগানের অডিওটি সম্পাদনা করে যুক্ত করা হয়েছে।
পরবর্তী, জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৫ সালের ২২ জুন “‘শাপলা’ প্রতীক চেয়ে ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপির” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ জুন জাতীয় ফুল ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন উপস্থিত ছিলেন।
সুতরাং, এনসিপির সমাবেশে ‘নৌকা নৌকা’ স্লোগান দেওয়ার দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ভিডিওটি সম্পাদিত।
Leave a Reply