free tracking

সরকারি জমি দখল করতে গেলেন এনসিপি নেতার বাবা!

সরকারি জায়গা দখল করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের রোষানলে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা জেলার প্রধান সমন্বয়ক মো. রাসেল আহমেদের বাবা মো. হাসেম মোল্লা। শুক্রবার (১ আগস্ট) সকালে ঢাকার দোহারের জয়পাড়া বাজারে এ ঘটনা ঘটে।

বাজার পরিচালনা কমিটির সদস্যরা জানান, হাসেম মোল্লা গরুর হাটের এক শতাংশ সরকারি জায়গা বেড়া ও টিন দিয়ে ঘিরছেন। এই খবর পেয়ে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

এ সময় হাসেম মোল্লা উত্তেজিত হয়ে বাজার কমিটিকে দেখে নেওয়ার হুমকি দেন। এতে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হন। তারা দখলকৃত জায়গা থেকে অবিলম্বে বেড়া তুলে ফেলার দাবি জানান। পরে দখলকৃত অংশ থেকে বেড়া সরিয়ে ফেলেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম কুদ্দুস জানান, এনসিপি নেতার বাবার এই দখল কার্যক্রম কাম্য নয়। অন্যান্য ব্যবসায়ীরাও একইরকম ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, গত ৫ আগস্টের পর থেকেই হাসেম মোল্লা সরকারি সম্পত্তি দখলে মনোযোগী ছিলেন।

এ বিষয়ে হাসেম মোল্লা জানান, এই জমি তিনি রেকর্ডের মাধ্যমে কিনেছেন।

তবে মালিকানা প্রমাণের কোনো কাগজপত্র দেখতে পারেননি তিনি।
এ বিষয়ে এনসিপি নেতা রাসেল আহমেদ জানান, তিনি ঘটনার বিষয়ে অবগত হয়েছেন এবং কাগজপত্র যাচাই করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *