free tracking

ফোন হারানো সেই চীনা নাগরিকের বিষয়ে সর্বশেষ যা জানা গেল!

নিজের মোবাইল ফোন ‘হারিয়ে’ আর্তনাদ করা চীনা নাগরিকের একটি ভিডিও ভাইরাল হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছিল।

এর আগে ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেছিলেন, কিছু চীনা নাগরিক প্রায়ই ট্রেনের ছাদে উঠে ব্লগ বা ভিডিও করেন। তাদেরকে এ বিষয়ে অনেকবার সতর্ক করা হয়েছে।

আমাদের ধারণা, ওই চীনা নাগরিকও ট্রেনের ছাদে উঠে ভিডিও করছিলেন, তখন তার মোবাইল ফোনটি হারিয়ে গেছে।

কেউ অভিযোগ না করায় পুলিশ ওই ভিডিও দেখে বিষয়টি জানতে পারে বলেও জানান তিনি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ৯ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, বিদেশি ওই নাগরিক স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষকে লক্ষ্য করে নিজের মোবাইল সংক্রান্ত কিছু একটা বলছিলেন। এ সময় তার আশপাশে মানুষের ভিড় দেখা গেছে।

ভিডিওটি শেয়ার করে অনেকেই বিভিন্ন মন্তব্য করছেন। দিনের বেলা বিদেশি নাগরিকের মোবাইল ছিনতাই হওয়ায় অনেকে সমালোচনাও করেছেন।

ওসি জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেছিলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, ওই চীনা নাগরিক দেশ ছেড়ে চলে গেছেন। তিনি সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হলে বিষয়টি সহজ হতো। তবে আমরা বিমানবন্দর রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখছি।

এ বিষয়ে সোমবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে জানান, ওই ব্যক্তি চীনের নাগরিক। তিনি শ্রীলংকার কলম্বোতে যাওয়ার উদ্দেশ্যে কমলাপুর থেকে ট্রেনে উঠে এয়ারপোর্টে স্টেশনে নামেন। নেমে দেখতে পান তার কাছে থাকা মোবাইল ফোন খোয়া গেছে।

মোবাইলটি ঠিক কোন জায়গা থেকে খোয়া গিয়েছে- কমলাপুর ট্রেনে উঠার আগে নাকি ট্রেনের ভিতরে কিংবা এয়ারপোর্টে ট্রেন থেকে নামার পর- এ বিষয়গুলো খোঁজা হচ্ছে। ওই চীনা নাগরিক ইতোমধ্যে কলম্বো চলে গেছেন বলেও জানা গেছে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এই বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *