free tracking

কারাগারের এক সেল থেকেই পালাল ৫০ বন্দি!

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) প্রায় ৫০ জন বন্দি কারাগার থেকে পালিয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গতকাল সোমবার (১১ আগস্ট) স্থানীয় দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি খবরটি জানিয়েছে।

স্থানীয় একটি সুধী সমাজ সংগঠনের সমন্বয়ক আর্সেন কাসিয়ামা এএফপিকে বলেন, ইদিওফা কেন্দ্রীয় কারাগারে আটক ১০৪ জনের মধ্যে ৪৭ জন পালিয়েছে।

রাজধানী কিনশাসা থেকে প্রায় ৬০০ কিলোমিটার পূর্বে অবস্থিত ইদিওফা কারাগারটি ১৯৩৭ সালে বেলজিয়ান শাসনামলে নির্মিত হয়।

এএফপি বলছে, দেশটিতে কারাগার থেকে বন্দি পালানো অস্বাভাবিক নয়। অধিকাংশ কারাগারই দেশটির বেলজিয়ান ঔপনিবেশিক আমলে নির্মিত এবং বর্তমানে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দি রেখেছে।

আর্সেন কাসিয়ামা আরও জানান, পালিয়ে যাওয়া বন্দিরা কারাগারের টিকে থাকা দুটি সেলের একটির ভেতরে ছিল এবং তারা ‘শ্বাসরুদ্ধ অবস্থায় দেয়াল ভেঙে পালিয়ে যায়’।

তাদের পলায়ন ঠেকাতে দায়িত্বে থাকা কর্মকর্তা ‘কয়েক দফা গুলি চালান’ বলেও জানান তিনি। তবে এতে কোনো বন্দি নিহত হয়নি।

এ দিকে বন্দিদের পালানোর ঘটনাটি নিশ্চিত করে ইদিওফার প্রশাসক অ্যাডেলার্ড কিন্টোলো জানান, কারাগারটি ‘এখন আর মানসম্মত নয়’।

তিনি আরও বলেন, বেড়া আছে, কিন্তু সেটা আর বেশিদিন টিকবে না, দেয়ালও জীর্ণ হয়ে গেছে। সরকার যেন বিষয়টি গুরুত্ব সহকারে নেয়…নতুন কারাগার নির্মাণের কথা বিবেচনা করা যেতে পারে, যাতে আটক রাখার পরিবেশ উন্নত হয়।

বন্দি অধিকার সংগঠনগুলো প্রায়ই ডিআরসির কারাগারের নাজুক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং অতিরিক্ত ভিড় কমাতে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

সূত্র: নিউজ ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *