free tracking

বিশ্বকাপে সরাসরি খেলতে যে কঠিন সমীকরণে বাংলাদেশ!

টেস্ট আর টি-টোয়েন্টির তুলনায় ওয়ানডেতে ভালো খেলে বাংলাদেশ। অথচ নিজেদের পছন্দের ফরম্যাটেই কি–না সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে আছে শঙ্কায়। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে যাওয়া বাংলাদেশ অবস্থার উন্নতি করতে না পারলে হারাবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ। সে ক্ষেত্রে বাছাই পর্বের ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হবে টাইগারদের।

গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটা ম্যাচ জিতে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠেছিল বাংলাদেশ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তানের সিরিজ হারে ২ মাসের ব্যবধানে আবারো দশে নেমে গেছে টাইগাররা। নয় নম্বর জায়গা ছেড়ে দিতে হয়েছে ক্যারিবিয়ানদের। ফলে ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়ে নানান সমীকরণের সামনে দাড়িয়ে টাইগাররা।

২০২৭ সালে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে খেলবে ১৪ দল। যেখানে সরাসরি খেলবে র‌্যাংকিংয়ের শীর্ষ ৮ দল। দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ের বিশ্বকাপ নিশ্চিত স্বাগতিক কোটায়। এই মুহূর্তে প্রোটিয়ারা র‌্যাঙ্কিংয়ের ছয়ে থাকায় র‌্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকলেও সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। কিন্তু অবস্থানের উন্নতি করতে না পারলে সেক্ষেত্রে বাছাই পর্ব খেলতেই হবে।

২০২৭ সালের ৩১ শে মার্চের র‌্যাঙ্কিং অনুযায়ী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা হবে। সে অনুযায়ী র‌্যাঙ্কিংয়ের উন্নতি করতে বাংলাদেশ পাচ্ছে বেশ কিছু ম্যাচ। ফিউচার ট্যুর প্রোগ্রাম বলছে, এই সময়সীমার মধ্যে ভাগ্য বদলাতে ২৬ ওডিআই পাচ্ছে ফিল সিমন্সের শিষ্যরা। কিন্তু এর ১১টাই আবার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা দলের বিপক্ষে। যা আবার হিতে বিপরীত হতে পারে।

কারণ ছোট দলের বিপক্ষে ম্যাচে জিতলে র‌্যাঙ্কিং আগাবে সামান্য, কিন্তু হারলে ক্ষতিই হবে বেশি। অথচ বছর দুয়েক আগেও এই ফরম্যাটে দারুণ ছন্দে ছিলো বাংলাদেশ। তামিম ইকবালের অধীনে ৩৫ ম্যাচে ২১ জয় পাওয়া টাইগাররা শেষ দুই বছরে ৩৪ ওয়ানডেতে জিতেছে মাত্র ৯ টি। পরে বোলিংয়েই যেখানে ভুগতে হয়েছে বেশি। ১৫ ম্যাচে ১১ বারই রান ডিফেন্ড করতে পারেনি বোলিং অ্যাটাক।

সিনিয়র ক্রিকেটারদের বিদায় ছাড়াও এমন করুণ অবস্থার পেছনে কারণ আছে অনেকগুলোই। মানহীন ঘরোয়া ক্রিকেট আর নীতিনির্ধারকদের পরিকল্পনার অভাবে ভুগছে টাইগাররা। নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সামনে তাই এখন চ্যালেঞ্জটা বেশি। দলকে একই সুতোয় গাঁথতে না পারলে ১০ দলের বাছাইপর্বে খেলতে হবে বাংলাদেশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *