free tracking

নখ দেখেই যেভাবে বুঝবেন রোগের লক্ষ্মণ!

শরীরে কোনো ধরনের সমস্যা দেখা দিলে আমরা সাধারণত নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করি। কিন্তু শরীরের অভ্যন্তরীণ অবস্থার অনেক ইঙ্গিত মেলে বাইরের কিছু লক্ষণ থেকেও। যেমন—ত্বক, চুল, গলার স্বর কিংবা নখ। বিশেষ করে নখের রং ও গঠন বদলে গেলে তা হতে পারে কোনো রোগের সতর্কবার্তা।

স্বাভাবিকভাবে সুস্থ নখ দেখতে মসৃণ হয় এবং রং থাকে একরকম। বয়স বাড়ার সঙ্গে নখ কিছুটা ভঙ্গুর বা নিস্তেজ হতে পারে, তবে শুধু বয়স নয়—নানা রোগের কারণেও নখের রং ও গঠনে পরিবর্তন আসে।

নখ চামচের মতো দেখালে: যখন নখের মাঝখানটা নিচু হয়ে চামচের মতো আকার নেয়, তখন বুঝতে হবে শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। এটি রক্তাল্পতার একটি লক্ষণ।

খ থেকে চামড়া আলাদা হয়ে যাওয়া: কোনো আঘাত না লাগলেও যদি নখের চারপাশের চামড়া উঠে যায়, তা হলে এটি হতে পারে সোরিয়াসিস (ত্বকের রোগ), ছত্রাক সংক্রমণ, বা হাইপার থাইরয়েডিজম-এর ইঙ্গিত।

নখ কালচে হয়ে যাওয়া: এটি হতে পারে কিডনি বা লিভারের সমস্যার লক্ষণ। এমন পরিবর্তন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

নখের রং হলুদ হয়ে যাওয়া: ধীরে ধীরে নখ হলুদ হয়ে গেলে সাবধান হতে হবে। এর পেছনে থাকতে পারে: লিম্ফিডেমা (দুর্লভ জেনেটিক বা পরজীবীজনিত রোগ), ফুসফুসের রোগ, ইমিউন সিস্টেম দুর্বলতা, জন্ডিস।

নখে সাদা দাগ বা ছোপ: নখের ওপর হঠাৎ সাদা দাগ দেখা গেলে তা হতে পারে: মানসিক চাপ বা আঘাতের পরিণতি, জিংকের ঘাটতির লক্ষণ, ছত্রাক সংক্রমণের উপসর্গ।

নখের পরিবর্তনকে অবহেলা করবেন না। সামান্য রং বা গঠনের বদলও শরীরের ভেতরের বড় কোনো অসুবিধার ইঙ্গিত হতে পারে। তাই নিয়মিত নজর রাখুন এবং প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

সূত্র : আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *