free tracking

নির্বাচনী রোডম্যাপে যা থাকছে!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ভোটগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর ভোটের তফসিল ঘোষণা করা হতে পারে চলতি বছরের ডিসেম্বরের শুরুতে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এই রোডম্যাপ প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ২৪টি গুরুত্বপূর্ণ বিষয় ২০৭টি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রতিটি ধাপের জন্য নির্ধারিত সময়সীমাও উল্লেখ থাকবে এই রোডম্যাপে।

তবে এখনো ভোটগ্রহণ কিংবা তফসিল ঘোষণার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি, বলেও জানিয়েছে কমিশন।

উল্লেখযোগ্য অন্য বিষয়গুলো হচ্ছে, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী আইন-বিধি সংস্কার, রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ চূড়ান্তকরণ, পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালার অনুমতি প্রদান, নির্বাচনসংশ্লিষ্ট আইন-বিধিমালার সংশোধনী একীভূতকরণ এবং ম্যানুয়েল নির্দেশিকা প্রণয়ন, পোস্টার ও পরিচয়পত্র মুদ্রণ, নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহ, স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচনী দ্রব্যাদির ব্যবহার উপযোগীকরণ, নির্বাচনী বাজেট প্রস্তুত ও বাজেট বরাদ্দ, ভোটকেন্দ্র স্থাপন, নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা, বেসরকারি প্রাথমিক ফলাফল প্রচার, পোস্টাল ভোটিং ও বিবিধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *