রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের (গঅপ) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ সংঘর্ষে অন্তত কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সংঘর্ষের পর বিজয়নগর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, “জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে।”
একই অভিযোগ তোলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। হঠাৎ জাপা ও আওয়ামী লীগের লোকজন আমাদের ওপর পেছন দিক থেকে হামলা করে।”
তবে এ বিষয়ে জাতীয় পার্টির কোনো নেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply