ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা আপিল বিভাগের চেম্বার জজ আদালত স্থগিত করেছেন। এর ফলে নির্বাচন আয়োজন ও কার্যক্রম পরিচালনায় এখন আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে শিশির মনির বলেন, “বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে আমরা চেম্বার জজ আদালতে হাতে লেখা একটি আবেদন করেছি। আদালত তা আমলে নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন। এখন নির্বাচন আয়োজন, ভোটার তালিকা তৈরি, প্রচারণা—সবকিছু চলতে পারবে।
তিনি বলেন, ‘আমরা আগামীকাল সকালে অফিস খুললে সিএমপি দায়ের করব।
আশা করি আগামীকাল গুরুত্বের বিচারে আদালতে শুনানি হবে। এ ছাড়া হাইকোর্ট বিভাগের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে। অর্থাৎ ডাকসু নির্বাচন আয়োজন, পরিচালনা, ক্যাম্পেইন, ছাত্রদের উৎসব এসব বিষয়ে কোনো স্থগিতাদেশ থাকল না।’
তিনি আরো বলেন, ‘এসএম ফরহাদের বিষয়ে হাইকোর্ট ডিভিশন কোনো আদেশ দেননি। আদালত রুল জারি করেছেন। আগামীকাল চেম্বার জজ আদালতে পরিপূর্ণ শুনানি হলে সেখানে সিদ্ধান্ত হবে।’
এর আগে সোমবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। আদালতে এ সংক্রান্ত রিটের শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। রিটকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
Leave a Reply