অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এলো বহু প্রতীক্ষিত সুখবর। ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের পর দীর্ঘদিন ধরে বেতন না বাড়লেও এবার প্রথমবারের মতো গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা ঘোষণা করেছে সরকার।
কতটুকু ভাতা বাড়ছে?
অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী—
১ম থেকে ৩য় গ্রেড: মূল বেতনের ১০%
৪র্থ থেকে ১০ম গ্রেড: মূল বেতনের ২০%
১১তম থেকে ২০তম গ্রেড: মূল বেতনের ২৫%
অর্থাৎ, পিছনের গ্রেডভুক্ত কর্মচারীরা তুলনামূলক বেশি হারে ভাতা পাবেন।
সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন বৃদ্ধি
সর্বনিম্ন বেতন বৃদ্ধি ৪,০০০ টাকা
সর্বোচ্চ বেতন বৃদ্ধি ৭,৮০০ টাকাতবে কোনো চাকরিজীবী ৪,০০০ টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না।
ইনক্রিমেন্ট ও পেনশনে সুবিধা
এই ভাতা ইনক্রিমেন্টের সময় মূল বেতনের সঙ্গে যোগ হবে। শুধু চাকরিজীবীরাই নয়, পেনশনভোগীরাও মহার্ঘ ভাতা পাবেন।
পুরনো সুবিধা বাতিল
সরকার জানিয়েছে, নতুন ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া ৫% বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না।
কখন থেকে কার্যকর?
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের বেতন থেকেই এটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এর অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কিছুটা কমানো হবে।
কেন এ সিদ্ধান্ত?
২০১৫ সালের পে-স্কেল ঘোষণার পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির পর গঠিত কমিটি সুপারিশ করেছিল মহার্ঘ ভাতা চালুর। সেই সুপারিশ অনুযায়ীই এবার এ ঘোষণা আসছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। যদিও এখনো চূড়ান্ত নির্দিষ্ট হারে সিদ্ধান্ত হয়নি।
Leave a Reply