free tracking

বড় ঘোষণা দিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দুই ঘণ্টার বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

বৃহৎ খবর হচ্ছে, দীর্ঘ ১৯ বছর পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। রোববার বিকাল ৪:২২ মিনিটে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন। তবে এ সময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনের মামলায় লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজন মৃত্যুদণ্ড থেকে খালাস পান। খালাসপ্রাপ্ত অন্য চারজন হলেন- রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, তৎকালীন মহাব্যবস্থাপক (প্রশাসন) কেএম এনামুল হক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন।

এ ছাড়া, বিচারিক আদালতের রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১৪ জনের মধ্যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ পাঁচজনের সাজা কমানো হয়। পরেশ বড়ুয়ার সাজা কমিয়ে ১৪ বছর করা হয়। অন্য চার আসামির সাজাও কমিয়ে ১০ বছর করা হয়।

২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাক অস্ত্রের চালান। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে লুৎফুজ্জামান বাবরকে ৭৮ দিন রিমান্ডে রাখা হয়।

২০০৭ সালের ২৮ মে তাকে আটক করা হয়। এরপর বিভিন্ন মামলায় তার মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে তিনি একে একে খালাস পান। এর মধ্যে গত বছরের ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায়ও খালাস পান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *