free tracking

একমাত্র ভোটটি এসেছে রোকেয়া হল থেকে, খোঁজ মিললে বিয়ে করতে চান রাকিবুল!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস, এজিএস পদসহ অধিকাংশ পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে এই ভোটের শীর্ষ পদের (ভিপি) জন্য লড়েছিলেন ৪৫ জন। তাদের মধ্যে ১০ ভোটের কম পেয়েছেন ২২ জন প্রার্থী। অনেক প্রার্থী ১ ভোট, ২ ভোট, ৩ ভোট করেও পেয়েছেন।

এদের মধ্যে ১ ভোট পাওয়া ভিপি প্রার্থী রাকিবুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তিনি।

নিজের ভোট নিজেকে দেননি বলে জানিয়েছেন তিনি। তার ভোটও দিয়েছেন অন্য এক ভিপি প্রার্থী।

রাকিবুলের এক ভোট এসেছে বেগম রোকেয়া হল থেকে। সেই ভোট কে দিয়েছেন, তাকে খুঁজে বেড়াচ্ছেন তিনি।
সেই ভোটারকে খুঁজতে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে উল্লেখ করেছেন, খুঁজে পেলে সেই নারী ভোটারকে বিয়ে করতে চান, যদিও তার খোঁজ এখনো তিনি পাননি।

ভিপি প্রার্থী হিসেবে শুধু রাকিবুল হাসান নয়, ১টি করে ভোট পেয়েছেন আরো দুজন প্রার্থী। তারা হলেন, মো. সুজন হোসেন ও রাসেল হক। এ ছাড়া মাত্র ২টি করে ভোট পেয়েছেন মো. নাসিম উদ্দিন, মো. সোহানুর রহমান ও মো. হাবিবুল্লাহ।

রাকিবুল দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল, একদিন ডাকসুতে নির্বাচন করবেন। সেই সুযোগ আসায় নির্বাচনে অংশগ্রহণই তার কাছে বড় বিষয় হয়ে ওঠে।

ভিপি পদে প্রার্থী হওয়ার কারণ, সবার কাছে পরিচিতি পাওয়া। আর নিজের ভোটটি যাতে বিফলে না যায়, সে জন্য পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *