free tracking

২৫ সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান!

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীর ২৫ নাগরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত অফিসে সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমানের হাতে তারা আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।

এ সময় শ্রী সুমন সাহার নেতৃত্বে উপস্থিত নতুন সদস্যরা ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় জামায়াতের রাজনীতিতে অংশ নেন।

যোগদানের সময় সাবেক এমপি মো. লতিফুর রহমান বলেন, আমাদের রাজনীতি নীতি, আদর্শ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয়। আজকের এই সিদ্ধান্ত প্রমাণ করে— মানুষ আদর্শভিত্তিক রাজনীতির প্রতিই আস্থা রাখে।

সদ্য যোগদানকৃত সুমন কুমার শাহা বলেন, আমরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছি, কারণ তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাটা আমাদের ভালো লাগে। তাদের সঙ্গে চলাফেরা করি, তাদের আচার ব্যবহার ভালো লাগে। আমরা আমাদের ধর্ম পালন করব এবং তারা তাদের ধর্ম পালন করবে, এতে কারও কোনো সমস্যা হবে না।

অনুষ্ঠানে স্থানীয় নেতারা ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা মনে করেন, এই যোগদান ভবিষ্যতে এলাকার রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *