বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীর দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সরকারি ছুটি বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন।
সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করা হবে কি না, এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এদিনটি জাতীয় শোক দিবস পালন করে আসছিল আওয়ামী লীগ সরকার।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন এবং ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ১৫ আগস্ট সরকারি ছুটি থাকবে কি না, তা নিয়ে নানা গুঞ্জন চলছে।
Leave a Reply