আন্দোলনে নিহত ৮১৬ জনের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা!

সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৮১৬ জনের নামের তালিকা নথীভূক্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। এ বিষয়ে আরো তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য সচিব তারেকুল ইসলাম।

তিনি বলেন, আন্দোলনে নিহত যাদের মৃত্যু সনদ নেই বা যাদের মৃত্যুর প্রকৃত কারণ ভিন্ন দিকে প্রবাহিত করা হয়েছিল সেই পরিবারকে স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সঙ্গে যোগাযোগ করুন। সারাদেশে স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে। প্রয়োজনে সরেজমিনে গিয়ে যাচাই-বাছাইও করা হবে। দ্রুতই নিহতদের একটি নির্ভরযোগ্য তালিকা প্রকাশ করা সম্ভব হবে মত তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *