চমক দিয়ে আগামিকাল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড ঘোষণা!

আজ শেষ হলো বাংলাদেশ-পাকিস্তান মুল দলের ১ম টেস্ট ম্যাচ। পাকিস্তানে টেস্ট সিরিজে ব্যস্ত বাংলাদেশের মূল দল। তবে বাংলাদেশ ‘এ’ দলও আছে, অনানুষ্ঠানিক পরীক্ষা শেষে সাদা বলের ক্রিকেটের দিকে চোখ রাখছে তারা। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ ‘এ’ দল এখন পাকিস্তানের রাজধানীতে।

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে শক্তিশালী পাকিস্তান শাহিনস দল মাঠে নামিয়েছে পিসিবি। দলের অধিনায়ক উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ হারিস। ডারউইনে টি-টোয়েন্টি সিরিজের শীর্ষ স্কোয়াডের ১২ জন ক্রিকেটারই দলে রয়েছেন।

হারিস ছাড়াও দলের অন্যান্য সদস্যরা হলেন- আব্দুল ফাসিহ, আরাফাত মিনহাজ, আজান আওয়াইস, ফয়সাল আকরাম, হাসিবউল্লাহ, জাহানদাদ খান, মেহরান মুমতাজ, আব্বাস আফ্রিদি, ইরফান খান, মোহাম্মদ ইমরান জুনিয়র, মুবাসিদ খান, ওমাইর বিন ইউসুফ ও উসমান খান।

এদিকে, হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের বাকি সদস্যরা এনামুল হক বিজয়, হাসান মুরাদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, রেজাউর রহমান রাজা, রিশাদ হোসেন, রুয়েল মিয়া, সাইফ হাসান, সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব।

আগামী ২৬, ২৮ ও ৩০ আগস্ট পাকিস্তান ‘এ’ ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার এই তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ইসলামাবাদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *