এবার আওয়ামী লীগ প্রসঙ্গে মুখ খুললেন আইন উপদেষ্টা!

কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে সরকার না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। তাদের সংগঠন করার অধিকার আছে বলেও জানান উপদেষ্টা। বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ নীতিগতভাবে নিষিদ্ধ করেনি জামায়াতকে। তারা রাজনৈতিকভাবে বাতিল করেছিলো।

উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আসলে জামায়াতকে চাপে রেখে তাদের পক্ষে কাজ করাতে চেয়েছে। সেটা গত ১৫ বছরে পারেনি। তাই ছাত্র জনতার আন্দোলনের সময় যেটা করলো সেটা তাদের অপকৌশল।

উপদেষ্টা আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জামায়াতে ইসলামী আবেদন করেছিল তাদের রাজনীতি নিষিদ্ধের আদেশ বাতিল করার জন্য। মন্ত্রণালয় আবেদন যাচাই বাছাই করে আইন মন্ত্রণালয়ে পাঠায় ভেটিং এর জন্য। আইন মন্ত্রণালয় সেটা যাচাই-বাছাই করে গেজেটের জন্য পাঠিয়েছে।

আইন উপদেষ্টা বলেন, আদালত চত্বরে যেসব হামলা হচ্ছে আসামিদের ওপর তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে, সাবেক মন্ত্রীসহ যাদের উপর এমন হামলা হচ্ছে এ দায় আওয়ামী লীগের। তাদের দীর্ঘদিনের ক্ষোভ এটা। এটা আমি কোনোভাবেই মানছি না। পুলিশ বাঁধা দিলেও করতে দেয়া হচ্ছে না। সেটাও আগের সরকারের দায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *