ভ্যানে লাশের স্তূপ দেখে যাদের কাঠগড়ায় তুললেন আসিফ!

শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শেষভাগে আশুলিয়ায় ঘটে এক মর্মান্তিক ঘটনা। পুলিশের নির্বিচার গুলিতে প্রাণ হারান অনেক কিশোর-যুবক। সম্প্রতি সে ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে দেখা যায় একের পর এক লাশ ভ্যানে তুলছেন পুলিশ সদস্যরা। এই ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

আশুলিয়ার ওই ঘটনার কয়েকটি ছবি যুক্ত করে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়েছেন আসিফ। পোস্টে সুশীলদের নিশানা বানিয়ে এই সংগীতশিল্পী লিখেছেন, ‘সুশীল শব্দের বর্তমান আভিধানিক অর্থ খুনির সহযোগী। এর আগের সুশীলরা ছিল গুম-খুনের উৎসাহ প্রদানকারী। এদের জীবাশ্ম টিকে আছে শুধুমাত্র ফেসবুকে। এদের চিহ্নিত করুন। এরাই গত ষোল বছর গণহত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করেছে। আর মাত্র বিশ দিনে হাঁপিয়ে উঠে বলছে- এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম!’

তিনি আরও লিখেছেন, ‘এই ফুটফুটে সুন্দর সুশীলরাই তথাকথিত স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ কনসেপ্টের প্রসবকৃত শয়তানের দল। তরুণ প্রজন্ম কবর দিয়েছে এদের, রচনা করেছে নতুন ঘৃণার ইতিহাস- আমি আওয়ামী লীগ দেখেছি।’

সব শেষে তিনি লিখেছেন, ‘প্রজন্ম সামনে এগিয়ে চলো, মৃত্যুর স্বাদ খোঁজো রক্তের ধমনীতে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট আশুলিয়ায় সে নারকীয় হত্যাকাণ্ডের হোতাদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাজেদুর রহমানকে প্রধান করে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি যত দ্রুত সম্ভব তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *