ইতিহাস গড়ার টেস্ট সিরিজে ম্যান অব দ্য সিরিজ হলেন যে টাইগার!

দেশের বাহিরে এই প্রথম সিরিজ জয়। আর এ জয়ের নায়ক সবাই। বাংলাদেশের ক্যাপ্টেইন নাজমুল হোসন শান্ত বলেছেন যে টিম ওয়ার্ক ছাড়া কোন ভাবেই সম্ভব নয়।১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই জয় পায় বাংলাদেশ। দুই ওপেনিং ব্যাটসম্যান জাকির হুসেন ও সাদমান ইসলাম তাদের দায়িত্ব পালন করেছেন। গড়েন ৫৮ রানের জুটি। জাকির ৪০ রান, সাইদমান করেন ২৪ রান। এরপর নাজমুল হোসেন ও মুমিনুল হকও দলের দাবি পূরণ করেন। নাজমুল ৩৮ রান, মুমিনুল করেন ৩৪ রান। ১৫৩ রানে মুমিনুল আউট হওয়ার পর বাকি কাজ শেষ করেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের ম্যাচে ‘ম্যান অব দ্য সিরিজ’ হলেন মেহেদি হাসান মিরাজ।

১৫৫ রানের সঙ্গে ১০ উইকেট, সিরিজসেরা মিরাজ

পাকিস্তান ১ম ইনিংসঃ ২৭৪/১০, ওভারঃ ৮৫.১ ( আব্দুল্লাহ ০, আইয়ুব ৫৮, শান মাসুদ ৫৭, শাকিল ১৭, বাবর আজম ৩১, রিজওয়ান ২৯, সালমান আগা ৫৪, খুররাম শেহজাদ ১২, আলি ২, আবরার ৯, মির হামজা ০*)

পাকিস্তান ২য় ইনিংসঃ ১৭২/১০, ওভারঃ ৪৬.৪ (শফিক ৩, আইয়ুব ৬*, খুররাম ০, মাসুদ ২৮, বাবর আজম ১১, শাকিল ২, রিজওয়ান ৩৮* সালমান ৪৭* আলী ০, আবরার ২, মির হামজা ৪) পাকিস্তান ১৮৪ রানের লিড

বাংলাদেশ ১ম ইনিংসঃ ২৬২/১০, ওভারঃ ৬৪.৫ (সাদমান ১০, জাকির ১, শান্ত ৪, মমিনুল ১, মুশফিক ৩, সাকিব ২, লিটন ১৩৮, মিরাজ ৭৮, হাসান ১৩*, তাসকিন ১, নাহিদ ০)

টার্গেটঃ ১৮৫ রান

বাংলাদেশ ২য় ইনিংসঃ ১৮৫/৪ ওভারঃ ৫৬ (জাকির ৪০, সাদমান ২৪, শান্ত ৩৮, মমিনুল ৩৪, সাকব ২১* মুশফিক ২২*)

ফলাফলঃ বাংলাদেশ ৬ উইকেটে জয়লাভ করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *