বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ নিয়ে বড় সিদ্ধান্ত আদানির!

বিদ্যুৎ সরবরাহ বাবদ বাংলাদেশের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকা পাবে ভারতের আদানি পাওয়ার। বকেয়া থাকলেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে চায় ভারতের ঝাড়খান্ডে অবস্থিত এ প্রতিষ্ঠানটি। তবে বকেয়া পরিশোধের জন্য বর্তমান সরকারকে অনুরোধ জানিয়েছে তারা।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় আর্থিক ও ব্যবসা বিষয়ক সংবাদমাধ্যম মানিকন্ট্রোল।

আদানি গ্রুপের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, বকেয়া দ্রুত পরিশোধের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানানো হয়েছে। আমরা বাংলাদেশকে জানিয়েছি বিদ্যুৎকেন্দ্র তৈরিতে অর্থলগ্নিকারীদের চাপে আছে আদানি গ্রুপ। এছাড়া আদানি গ্রুপ আশা প্রকাশ করেছে বিলম্বের সুদসহ সব বকেয়া দ্রুত পরিশোধ করা হবে।

বিদ্যুৎ কেন্দ্রটির সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চুক্তি আছে। প্রতিমাসে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপকে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার দিতে হয় বাংলাদেশকে। তবে সময় মতো অর্থ পরিশোধ না করায় এখন বাংলাদেশের কাছে আদানির পাওনা ৮০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। যা বাংলাদেশি অর্থে প্রায় ১০ হাজার কোটি টাকার সমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *