সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সামনেই শিক্ষার্থীদের মধ্যে ঘটে গেলো হাতাহাতির ঘটনা!

ছাত্র-জনতার মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সামনেই হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে হাতাহাতির এ ঘটনা ঘটে।

এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত রাফিসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

এদিন মতবিনিময়কালে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থীদের বিভিন্ন মতামত ও প্রশ্নের আলোকে উত্তর দিচ্ছিলেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন প্রশ্ন জানাতে গিয়ে ‘আজকে যারা সমন্বয়ক নাম দিয়ে, আন্দোলনে অংশগ্রহণের নাম দিয়ে ছড়াচ্ছেন তারা শেখ হাসিনার দোসর ছিল’ বললে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে হট্টগোল হাতাহাতির পর্যায়ে গেলে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানান।

ঘটনার কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে সরকার পতনের আন্দোলনে চট্টগ্রামের একজন শহিদ সন্তানের বাবা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *