গণভবনকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নিয়ে যা বললেন পার্থ!

গণঅভ্যুত্থানের দিনলিপির পাশাপাশি আগের সরকারের ১৬ বছরের নিপীড়ন-নির্যাতনের চিত্র সংরক্ষণ করতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এই উদ্যোগ নিয়ে সোমবার (৯ সেপ্টেম্বর) নিজের মত জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

গণভবনকে জাদুঘরের পাশাপাশি সেখানে আবাসন প্রকল্প গড়ে তুলে শহীদ পরিবারকে দেয়ার কথা উল্লেখ করে তিনি লেখেন,
গণভবন যেহেতু ১৫ একরের বিশাল জায়গা নিয়ে বিস্তৃত সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেয়া হয় আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেয়া যায় তাহলে আমার ধারণা উনাদের উপকার হত।

পার্থ আরও লেখেন, ইতিহাস বলে যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি, কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না। ইমোশন ভালো তবে ইমোশনের সঙ্গে পুনর্বাসন বেশি ভালো..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *