ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে এসেছে নতুন অতিথি। ৭ নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের এই নয়া সদস্য একটি বাছুর। সদ্যই ভূমিষ্ঠ হয়েছে সে। তার আগমণের সুখবরই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মোদি।
এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে সুখবর জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তার বাসভবন ৭ নম্বর লোক কল্যাণ মার্গে এক বাছুরের জন্ম হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সেই শাবকের ছবি পোস্ট করেছেন নরেন্দ্র মোদি।
কেবল ছবিই নয়, আদুরে এই বাছুরের নতুন নামকরণও করেছেন মোদি। বাছুরটির নাম তিনি রেখেছেন ‘দ্বীপজ্যোতি’।
ভারতের প্রধানমন্ত্রী এক্স পোস্টে লেখেন, লোক কল্যাণ মার্গের বাসভবনে এক নতুন সদস্যের শুভ আগমণ হয়েছে। প্রিয় মা গরু একটি নতুন বাছুরের জন্ম দিয়েছে। যার কপালে রয়েছে আলোর প্রতীক। সে কারণে তার নাম দ্বীপজ্যোতি।
এর একটি ভিডিও এক্সে পোস্ট করেছেন মোদি। যেখানে দেখা যাচ্ছে বাছুরটিকে কোলে নিয়ে ঘুরছেন ভারতের প্রধানমন্ত্রী।
মোদি বাছুরটিকে স্নেহচুম্বন করছেন, সে ছবিও এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
মোদি বাছুরটিকে স্নেহচুম্বন করছেন, সে ছবিও এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সূত্র: এই সময়
Leave a Reply