তাসকিন জাদুর পর হাসানের ফাইফার পূরণ, অবশেষে অলআউট ভারত!

চেন্নাই টেস্টের প্রথমদিনে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ উড়ন্ত শুরু পেলেও অশ্বিন-জাদেজার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। তবে দ্বিতীয় দিনের শুরুটা হয়েছে তাসকিনের বোলিং জাদু দিয়ে। তার তিন উইকেটে ভর করে ৩৭৬ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। এ ছাড়াও বুমরাহকে ফিরিয়ে ফাইফার পূরণ করেছেন হাসান মাহমুদ।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ১১৭ বলে ৮৬ রানে জাদেজা এবং ১১২ বলে ব্যক্তিগত ১০২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন অশ্বিন। কিন্তু বেশিক্ষণ পিচে টিকতে পারেননি জাদেজা। দিনের তৃতীয় ওভারে লিটনের হাতে ক্যাচ তুলে দেন এই ভারতীয় অলরাউন্ডার। ১২৪ বলে ৮৬ রান করেন তিনি।

এরপর অশ্বিনকে সঙ্গ দিতে থাকেন আকাশ দ্বীপ। তবে এই ডান হাতি ব্যাটারকে পিচে থিতু হতে দেননি তাসকিন আহমেদ। ১৭ রানে এই ব্যাটারকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন। কিন্তু এক প্রান্ত আগলে রাখেন অশ্বিন। দ্বিতীয় দিনের ১১তম ওভারে তাসকিনের হাতে আবারও বল তুলে দেন অধিনায়ক শান্ত।

ওভারে পঞ্চম ওভারে অশ্বিনকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন এই টাইগার পেসার। ১৩৩ বলে ১১৩ রান করেন অশ্বিন। পরের ওভারে বুমরাহকে (৭) আউট করে নিজের ফাইফার পূরণ করেন হাসান মাহমুদ। এতে ৩৭৬ রানে অলআউট হয় ভারত।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। তিন উইকেট নেন তাসকিন। এ ছাড়াও নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন।

এর আগে বৃহস্পতিবার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ভর করে ৩০০ রানের কোটা পার করেছিল স্বাগতিকরা। সেই সঙ্গে ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *