একটু পরই মাঠে নামছে আর্জেন্টিনা, বিনামূল্যে দেখবেন যেভাবে!

উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দলের অংশগ্রহণে জমজমাট আসর শুরু হয়েছে টুর্নামেন্টটির। এখন চলছে গ্রুপ পর্বের খেলা। ইতোমধ্যে লাতিনের শক্তিশালী দু’দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা শেষ ষোলো নিশ্চিত করেছে। আজ গ্রুপ ‘সি’ থেকে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। গ্রুপ ‘সি’ তে তাদের বাকি প্রতিপক্ষ ছিল আফগানিস্তান ও ইউক্রেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে অ্যাঙ্গোলার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ৭-১ গোলে, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করে। আজকের ম্যাচে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে যাবে আলবিসেলেস্তেরা।

২৪ দলের এই আসরে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দল জায়গা পাবে শেষ ষোলোতে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

প্রসঙ্গত, ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত ১ বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সবশেষ তারা শিরোপা ঘরে তুলেছিল ২০১৬ সালে। ৯ম আসরে তারা রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করে।

এদিকে এই ম্যাচটি দেখতে মুখিয়ে আছে আর্জেন্টিনার ভক্তরা। ম্যাচটি বিনামূল্যে দেখা যাবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *