চেন্নাই টেস্টের তৃতীয় দিনে লাঞ্চ বিরতির পর বেশিক্ষণ ব্যাট করেনি ভারত। দুই ক্রিকেটার ঋষভ পান্ত ও শুভমান গিল সেঞ্চুরি পূর্ণ করার পর ইনিংস ঘোষণা করেন অধিনায়ক রোহিত শর্মা।
তবে মনে হচ্ছিল বাংলাদেশকে অন্তত ৬০০ রানের টার্গেট দিতে যাচ্ছে স্বাগতিক দল। এবার দলের ক্রিকেটার ঋষভ পান্ত জানালেন ইনিংস ঘোষণার ব্যাপারে ভারতের পরিকল্পনা কী ছিল।
ম্যাচের পর এক সাক্ষাৎকারে ঋষভ পান্ত বলেন, আমরা যখন লাঞ্চে গিয়েছিলাম, তখন ড্রেসিংরুমে ঘোষণার কথা ছিল। রোহিত ভাই বলেছিল, ‘এক ঘণ্টা সময় দিচ্ছি। তার মধ্যে যত রান করতে পারো করো। তাই ব্যাট করতে নামার সময়েই ভেবে নিয়েছিলাম মেরে খেলব। ভেবেছিলাম, ১৫০ রানও করে ফেলতে পারি। সেটা হয়নি।’
পন্থের খেলার প্রশংসা করে রোহিত বলেন, ‘ও খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। তার মাঝেও যে নিজেকে ঠিক রেখেছে সেটা এক কথায় অসাধারণ। ও আইপিএলে ফিরেছে। তার পরে বিশ্বকাপে ভাল খেলেছে। এবার ওর পছন্দের ফরম্যাটে ফিরেছে। আমরা জানি পন্থ ব্যাট হাতে ও উইকেটের পিছনে কী করতে পারে? আমাদের মনে কোনও সন্দেহ ছিল না। ওকে সময় দিয়েছিলাম। নিজেকে তৈরি করেছে। তার পরে জাতীয় দলে তা কাজে লাগিয়েছে।’
Leave a Reply