এবার প্রকাশ্যে এলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের বর্তমান কমিটির সভাপতি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মুহাম্মদ ইব্রাহিম।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চবি শাখা শিবিরের সভাপতি নাহিদ ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। কমিটির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন বর্তমান সভাপতি নাহিদুল ইসলাম।
সভাপতি নাহিদুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের সব যৌক্তিক আন্দোলনে ছাত্রশিবির পুরোপুরিভাবে সক্রিয় ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ…। ২৪ এর ছাত্র আন্দোলনে ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশেই একাত্মতা প্রকাশ করেছে।
তিনি আরো বলেন, আমরা চাইলেই হল দখল করতে পারতাম। কিন্তু আমরা তা করিনি। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি। ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ…।
Leave a Reply