টি২০ দলের ক্রিকেটাররা কানপুরে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। সে হিসেবে আজ তিন ম্যাচ সিরিজের দল ঘোষণা করা হতে পারে। দলে ফিরছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান টি২০ থেকে অবসর নেওয়ায় মিরাজ তিন সংস্করণেই অলরাউন্ডার কোটায় খেলবেন।
বিসিবির একটি সূত্রে জানা গেছে, ১৫ জনের দলে ফিরছেন টপঅর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমন। সৌম্য সরকারের জায়গায় নেওয়া হয়েছে তাঁকে। বাঁহাতি স্পিনার নেওয়া হয়েছে রকিবুল হাসানকে।
বাকিরা হলেন– নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচ খেলবে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ৬ অক্টোবর। ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে হবে বাকি ম্যাচ দুটি।
Leave a Reply