বাবাকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই করলো ৩ সন্তান!

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিজনোর গ্রামে একজন স্বেচ্ছাসেবক জওয়ানকে আক্রমণ করার ঘটনায় একটি চিতাবাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টম্বর) বন বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, চিতাবাঘটি যখন ওই স্বেচ্ছাসেবকের ওপর ঝাপিয়ে পড়ে তখন সেখানে থাকা তার তিন সন্তান বাবাকে বাঁচানোর জন্য বাঘটির সঙ্গে আপ্রাণ লড়াই চালায়।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় আমাননগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) জ্ঞান সিং জানান, স্বেচ্ছাসেবক জওয়ান সুরেন্দ্র বাড়ির পেছনে একটি টিউবওয়েলে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তিন সন্তান দিশা (২০), রেশু (১৪) এবং দীপাংশু (১৮)। তারা সেখানে গিয়ে দেখেন, একটি চিতাবাঘ আম গাছের ওপর বসে আছে।

সুরেন্দ্রকে দেখে চিতাবাঘটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। গ্রামবাসীদের সুরেন্দ্র জানান, বাঘটি আক্রমণ করলে দিশা দারুণ সাহস দেখায়। সে পেছন থেকে বাঘটির লেজ টেনে ধরে। রেশু এবং দীপাংশুও এতে যুক্ত হন। তারা প্রায় ১০ মিনিট বাঘটির সঙ্গে লড়াই করে!

এসময় তাদের আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। পরে চিতাবাঘটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে।

জ্ঞান সিং বলেছেন, ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য দেয়া হয়েছে এবং চিতাবাঘটির ময়নাতদন্ত করা হয়েছে।

মৃত চিতাবাঘটি একটি নারী চিতাবাঘ এবং এর বয়স আনুমানিক তিন বছর। এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *