ছেলেদের হোক কিংবা মেয়েদের; যুব সাফে কয়েক বছর ধরেই বাংলাদেশের বড় প্রতিপক্ষ ভারত। সেই দেশটির বিপক্ষেই আজ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আরেকটি ফাইনালে নামছে ছেলেদের অনূর্ধ্ব-১৭ দল। বয়সভিত্তিক সাফের ফাইনালের এই লড়াই বলে দেবে কোন দল উন্নতির ধারায় থাকছে।
কিশোরদের এই সাফে গ্রুপ পর্বে অবশ্য ভারতের কাছে হেরেছিল সাইফুল বারীর দল।
তাই ফাইনালে আরেকটু ভালো খেলার আশা করছেন বাংলাদেশ কোচ। সেমিফাইনালে দুই গোলে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস ফাইনালে কাজে দেবে বলছেন সাইফুল বারী, ‘ছেলেদের নিয়ে গর্বিত আমি। পাকিস্তান ম্যাচে যেভাবে খেলেছে, ম্যাচে ফিরে এসেছে তা আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে।’ ভারতকে ফেভারিট মেনেই ফাইনালে নামছে বাংলাদেশ।
তবে শিরোপার স্বপ্ন নিয়েই লড়াইয়ে নামার কথা গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশ কোচ, ‘যদি আপনি শুধু ফাইনাল খেলেই খুশি থাকেন তাহলে এটা কোনো দলেরই লক্ষ্য থাকে না। আমাদের লক্ষ্য শিরোপা জেতা। জানি, এটা কঠিন কাজ হবে। ভারত কিভাবে খেলে সেটা আমরা জানি।
অবশ্যই ভারত ফেভারিট। কৌশলগত কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তারা অভিজ্ঞ। আমাদের তাই সেরা ফুটবল খেলতে হবে।’
ওদিকে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে ভারত। সেমিতে নেপালকে হারিয়েছে ৪-২ গোলে।
তবু দারুণ ছন্দে থাকা দলটির কোচ বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না। ইশফাক আহমেদ বলেছেন, ‘ফাইনালে সব সময়ই অতিরিক্ত চাপ থাকে। বাংলাদেশ ভালো দল। আশা করি উপভোগ্য ম্যাচ হবে।’
Leave a Reply