T-10 নাকি T-20, বোঝার কোন উপায় নেই, হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ৪র্থ দিনেরে খেলা, দেখেনিন রান স্কোর!

T-10 নাকি T-20, বেঝার কোন উপায় নেই। একদিনে সর্বচ্চ উইকেট আসে। একদিনে ১৭ উইকেট শিকার হয়। আর ভারতের ইনিংসের খেলা দেখলে বোঝার কোন উপায় নেই যে কি খেলছে।

কানপুর টেস্টে আজ চতুর্থ দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেছে ভারত। তখন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন কি ভেবেছিলেন তাঁদের আবারও ব্যাটিংয়ে নামতে হবে?

বৃষ্টির কারণে প্রথম দিনে দেড় সেশনের বেশি সময় এবং পরের দুই দিনও খেলা হয়নি। এমন টেস্ট থেকে ফল বের করতে নিজেদের প্রথম ইনিংসে দ্রুত রান তুলেছে ভারত।

চালকের আসনে বাংলাদেশ। দুর্দান্ত শুরু করেন মুমিনুল হক। মোহাম্মদ সিরাজের করা ৪৬তম ওভারের প্রথম বলে আম্পায়ার মুমিনুল হককে আউট করেন। তাৎক্ষণিক রিভিউ নেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। স্নিকো মিটারে দেখা গেছে বল ব্যাটে লাগেনি, আঘাত লেগেছে ইয়াসভি জয়সওয়ালের হাতে।

মুমিনুল তার ১ম সেঞ্চুরি পূর্ণ করেন ভারতের বিপক্ষে।

সারাংশ স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৩/১০ ওভার: ৭৪.২ (জাকির 0, সাদমান ২৪ মুমিনুল ১০৭*, শান্ত ৩১, মুশফিকুর ১১, লিটন ১২, মিরাজ ২০, তাইজুল ৫, হাসান ১, খালেদ ০)

বোলারঃ–বুমরাহ-১৮-৫০-৩ সিরাজ-১৭-৫৭-২ আশ্বিন-১৫-৪৫-২ আকাশ-১৫-৪৩-২ জাদেজা-৯.২-২৮-১

ভারত ১ম ইনিংসঃ ২৮৫/৯ ডিঃ ওভারঃ ৩৪.৪ ( জাসওয়াল ৭২, রোহিত ২৩, গিল ৩৯, রিশাব ৯, বিরাট ৪৭, রাহুল ৬৮, জাদেজা ৮, আশ্বিন ১, আকাশ ১২, বুমরাহ ১*)

বোলারঃ–হাসান-৬-৬৬-১ খালেদ-৪-৪৩-০ মিরাজ-৬.৪-৪১-৪ তাইজুল-৭-৫৪-০ সাকিব-১১-৭৮-৪

বাংলাদেশ ২য় ইনিংসঃ ২৬/২ ওভারঃ ১১ (জাকির ১০, সাদমান ৭* হাসান ৪, মমিনুল ০*) বাংলাদেশ ২৬ রানে পিছিয়ে।

বোলারঃ–বুমরাহ-৩-৩-০ আশ্বিন-৫-১৪-২ আকাশ-৩-৪-০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *