প্রশাসনিক ব্যয় কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে দেড় লাখ শূন্য পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। একই সঙ্গে একটি মন্ত্রণালয় বিলুপ্ত ও দুটি মন্ত্রণালয়কে একত্রীকরণ করছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির অর্থ ও রাজস্বমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব বলেন, পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভায় অনুমোদনের পর অধিকার কমিটি ৬০ শতাংশ শূন্য পদ বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে। এতে সরকারের ব্যয় কমবে।
এছাড়া সরকার দেশের সব ব্যবসায়ীকে করের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
আওরঙ্গজেব বলেন, ক্যাপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন (সিএডিডি) মন্ত্রণালয় বিলুপ্ত করা হচ্ছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর সরকারের একজন মুখপাত্র বলেছিলেন, উচ্চপদস্থ কর্মকর্তাদের অনেকেই চাকরি হারাতে পারেন।
দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। এই আবহে আইএমএফ থেকে ৭০০ কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য চেয়েছে দেশটি।
তবে এর জন্যে বেশ কিছু শর্ত আরোপ করা হয়। সেই অনুযায়ী এখন কঠিন সব সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে পাকিস্তান সরকার। স্পষ্ট জানানো হয়, অপ্রয়োজনে খরচ করা যাবে না।
আইএমএফের পক্ষ থেকে জানানো হয়, কৃষি ও রিয়েল স্টেটের মতো খাতে উচ্চ হারে কর চাপাতে হবে। বিভিন্ন ক্ষেত্রে সরকারি ভর্তুকি ও ছাড় কমাতে হবে। এই আবহে সম্প্রতি ১ বিলিয়ন ডলার অর্থ সাহায্য পায় পাকিস্তান। আর তা পেতেই শর্ত অনুযায়ী পদক্ষেপ করতে শুরু করে শাহবাজ শরিফের সরকার।
সূত্র: জিও নিউজ
Leave a Reply