রাজনৈতিক জীবন নিয়ে বিতর্ক থাকলেও ক্রিকেট মাঠে যে সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার তা নিয়ে কারো দ্বিমত নেই। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে জানিয়ে দিয়েছেন অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে টেস্ট থেকে অবসর নিতে চান। কিন্তু হত্যা মামলার আসামি হওয়ায় তার দেশে ফেরা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সেই হিসেবে কানপুর টেস্টকেই সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট হিসেবে দেখছেন অনেকেই। আর নিজের এই “শেষ টেস্টে” শেষ ইনিংসে শূন্য রানে আউট হলেন সাকিব।
মঙ্গলবার (১ অক্টোবর) কানপুর টেস্টের পঞ্চম দিন রবীন্দ্র জাদেজার বলে ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান
তবে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও কানপুরে ভারতের প্রথম ইনিংসে সাকিব আল হাসান নিয়েছেন ৪ উইকেট। ভারতের প্রথম ইনিংসে সাকিবের শিকার হয়েছেন শুভমন গিল, রিসভ পন্ত, বিরাট কোহলি ও রবিচন্দন অশ্বিন।
এদিকে, সাকিবের আউটের পর কানপুর টেস্টে পরাজয় এড়াতে লড়াই চালিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। সপ্তম ব্যাটার হিসেবে সাকিব যখন আউট হন দলের সংগ্রহ তখন ৯৪। অর্থাৎ ভারতের থেকে মাত্র ৪২ রান এগিয়ে টাইগাররা।
এর আগে চতুর্থ দিনের ২ উইকেটে ২৬ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
Leave a Reply