ইসরায়েলে মিসাইল হামলা ইরানের, যা বললো যুক্তরাষ্ট্র!

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান বলেছেন, ইসরায়েলের ওপর ইরানের চালানো মিসাইল হামলা ব্যর্থ হয়েছে। দেখে মনে হচ্ছে তাদের হামলা ব্যর্থ এবং অকার্যকর।

ইরানকে হুমকি দিয়ে মার্কিন এই কর্মকর্তা বলেন, ‘এই হামলার কঠোর পরিণতি হবে। আমরা ইসরায়েলের সঙ্গে এ ব্যাপারে কথা বলব। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে আলোচনা শুরু করেছে এবং আলোচনা চলবে।’

তিনি বলেন, ‘ইরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং মার্কিন নৌ ডেস্ট্রয়ার ইসরায়েলের প্রতিরক্ষায় অংশ নিয়েছিল এবং বেশকিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।’ তবে ইরানের হামলায় ইসরায়েলের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো নিরূপণ চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *