প্রার্থীরা যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউয়ারদের মুখোমুখি হন তখন তারা অনেক সহজ প্রশ্নেরও উত্তর দিতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন। এদিকে তারা প্রার্থীদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করে থাকেন যা শুনে কঠিন মনে হলেও, উত্তর ততটাই সহজ। এবার তেমনই কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।
ছেলেদের মোটা
১) প্রশ্নঃ সাপের কামড়ে মারা যায় না এমন চারটি প্রাণীর নাম?
উত্তরঃ বেজি, উট, ঘোড়া এবং হাঙ্গর।
২) প্রশ্নঃ সেফটিপিনের আবিষ্কার কোন দেশে হয়েছিল?
উত্তরঃ আমেরিকায়।
৩) প্রশ্নঃ ভারতের একটি লোকাল ট্রেন তৈরি করতে কত টাকা খরচ হয়?
উত্তরঃ প্রায় ৫৯ কোটি টাকা।
৪) প্রশ্নঃ কিডনি আমাদের শরীরে রক্তকে দিনে কতবার পরিষ্কার করে?
উত্তরঃ ৩০০ বারেরও বেশি।
৫) প্রশ্নঃ বাঘের আগে ভারতের জাতীয় পশু কী ছিল?
উত্তরঃ সিংহ।
৬) প্রশ্নঃ রক্ত দেখে ভয় পাওয়া রোগকে কী বলা হয়?
উত্তরঃ হিমোফোবিয়া (Hemophobia)।
৭) প্রশ্নঃ কোন দেশে ১৮ বছর হলেই ছেলে এবং মেয়ে উভয়কেই সেনাবাহিনীতে যোগদান করতে হয়?
উত্তরঃ ইসরাইল (Israel) দেশে।
৮) প্রশ্নঃ কোন দেশে অবিবাহিত মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তরঃ রাশিয়ায়।
৯) প্রশ্নঃ ম্যালেরিয়া (Malaria) রোগটি দেহের কোন অঙ্গ কে আক্রমণ করে?
উত্তরঃ কিডনি ও লিভার।
১০) প্রশ্নঃ পৃথিবীর সবথেকে মিষ্টি আপেলের নাম কী?
উত্তরঃ ব্ল্যাক ডায়মন্ড আপেল (Black Diamond Apple)।
১১) প্রশ্নঃ একটা পলিথিনকে মাটির সাথে মিশে যেতে কত দিন সময় লাগে?
উত্তরঃ প্রায় ৪৫০ বছর।
১২) প্রশ্নঃ লাল আলোতে নীল রংয়ের ফুলকে কি রংয়ের দেখাবে?
উত্তরঃ কালো।
১৩) প্রশ্নঃ পৃথিবীর কোথায় নির্দোষীদের বন্দি করে রাখা হয়?
উত্তরঃ চিড়িয়াখানায়।
১৪) প্রশ্নঃ পৃথিবীর প্রথম ম্যালেরিয়া রোগ মুক্ত দেশের নাম কী?
উত্তরঃ চীন (China)।
১৫) প্রশ্নঃ কোন জিনিসটা ছেলেদের মোটা আর মেয়েদের সরু?
উত্তরঃ সাধারণত গলার কন্ঠস্বর (Voice) ছেলেদের মোটা আর মেয়েদের সরু হয়।