ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এফ রহমান হলের শিক্ষার্থীরা প্রীতি ভোজের জন্য আনা গরুর নাম দিয়েছে ‘আদু ভাই সাদ্দাম’।
শুক্রবার (৪ অক্টোবর) প্রীতি ভোজের জন্য গরু এফ রহমান হলে আনা হয়। এসময় শিক্ষার্থীরা একই হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হুসাইনের নাম সাঁটিয়ে দেয় গরুটির মাথায়।
হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল্লাহ আল জুবাইর জানান, সাদ্দাম ছিল ছাত্রলীগের অত্যাচারী নেতাদের মধ্যে একজন। সে আমাদের হলে তার রাজত্ব কায়েম করেছিল। শিক্ষার্থীদের ব্যাপক নির্যাতন করত সে এবং তার দোসররা। দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর শিক্ষার্থীরা একটি ইতর প্রাণীর সাথে তার নাম সংযুক্ত করে প্রতিবাদ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছে। মূলত দীর্ঘদিন ছাত্রলীগের প্রতি জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ এটি।
উল্লেখ্য, ১৭ জুলাই শিক্ষার্থীদের সঙ্ঘবদ্ধ প্রতিরোধের মুখে হাল ছাড়তে বাধ্য হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রলীগের নেতাকর্মীরা। সবচেয়ে বেশি ভাঙচুর হয় কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের আবাসিক হল এফ রহমান হলে। তারপর থেকে বিভিন্ন হলে ‘গরুভোজ’, ‘হাম্বাভোজ’ নামে চলছে প্রীতিভোজ ও সংস্কৃতি অনুষ্ঠান; যেখানে ছাত্রলীগের নেতাদের নামে গরুর নামকরণ করে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা।
Leave a Reply