পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে মারলো যুবলীগ কর্মী!

পাওনা টাকা চাওয়ায় যুবলীগকর্মীর মারধরে আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালী (৭০) নামের এক মুদিদোকানির মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে মুন্সিগঞ্জ সদরের রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত সনেট হালদার ও তার সহযোগীরা পলাতক।

নিহত আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালী রামপাল ইউনিয়নের পূর্ব দেওসার এলাকার মৃত জয়নাল ঢালীর ছেলে। তিনি ধলাগাঁও বাজারের মুদি দোকানদার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, করিম ঢালীর দোকান থেকে বাকিতে সংসারের জিনিসপত্র কেনেন প্রতিবেশী মোশারফ হালদার। কিন্তু দীর্ঘদিন হলেও পাওনা টাকা পরিশোধ করেননি তিনি। রোববার বিকেল ৩টার দিকে পাওনা টাকার জন্য মোশারফের বাড়িতে গিয়ে তাগাদা দেন করিম ঢালী।

এসময় ক্ষুব্ধ হয়ে মোশারফ, তার ভাতিজা যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী সনেট হালদার গং তাদের বাড়ির ভেতরেই তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও কিল-ঘুসি মেরে আহত করেন। গুরুতর অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজ বাড়িতে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যান।

নিহতের ছেলে আবদুল কাদের ঢালী বলেন, চিহ্নিত সন্ত্রাসী সনেট, তার চাচা মোশারফসহ ৩-৪ জন মিলে তার বাবাকে পিটিয়ে হত্যা করেছেন। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *