দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। এ বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসানসহ ডিভিশন পাওয়া চার আসামিকে জিজ্ঞাসাবাদ করেছে জাতিসংঘের প্রতিনিধিদল।
সোমবার বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিনিধিদলটি। চার ঘণ্টাব্যাপী আসামিদের জিজ্ঞাসাবাদ করে তারা।
পাঁচ সদস্যের প্রতিনিধিদলে যারা ছিলেন তারা হলেন- জোসনা পোদাল, মারিয়া সোল বেকের, অমর সানান, জাকারি ফেকো ও আহমেদ ইমতিয়াজ সামাদ।
কারাগারে ডিভিশন পাওয়া যে চার আসামির সঙ্গে প্রতিনিধিদলটি কথা বলে তারা হলেন- সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, পুলিশের সাবেক আইজিপি মো. শহীদুল হক ও সাবেক সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান।
Leave a Reply