বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ রোনালদো, মেসি-নেইমার কোথায়!

আবারও বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। চতুর্থবারের মতো সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে উঠেছেন তিনি। আল নাসরের এই তারকা গত এক বছরে ২৬ কোটি মার্কিন ডলার আয় করেছেন। যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৪৭ কোটি টাকার বেশি।

তালিকায় রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির অবস্থান তিনে। আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন স্প্যানিশ গলফার জন রাম। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের হালনাগাদ তালিকায় এ সব তথ্য উঠে এসেছে।

প্রতিষ্ঠানটি খেলোয়াড়দের আয়ের তালিকাটি করেছে বেতন, বোনাস, স্পনসরসহ সব ধরনের আয়ের হিসাব বিবেচনায় নিয়ে। ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেয়া রোনালদো বছরে ২০ কোটি মার্কিন ডলারের বেশি বেতন পেয়ে থাকেন। যা ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ ছাড়া প্রায় ৬৯ কোটি ইনস্টাগ্রাম অনুসারীর সৌজন্যে নানা প্রতিষ্ঠানের স্পনসর থেকেও বিপুল আয় আছে রোনালদোর। ফোর্বস রোনালদোর মাঠের বাইরের আয় ৬ কোটি মার্কিন ডলার বলে উল্লেখ করেছে।

আয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা জন রামের ক্ষেত্রেও সৌদি আরবের বিশেষ ভূমিকা আছে। দেশটির এলআইভি গলফে রামের যোগদান ছিল গলফের অন্যতম আলোচিত ঘটনা। সেখান থেকে রাম ন্যূনতম ৩০ কোটি ডলার পারিশ্রমিক পাবেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল। ফোর্বস বলছে, রামের বার্ষিক আয়ের পরিমাণ ২১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। ২০ কোটির বেশি আয় আছে রাম আর রোনালদোরই।

আর্জেন্টাইন ফুটবলার মেসির মাঠ ও মাঠের বাইরের আয় প্রায় সমান। বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি থেকে বছরে সাড়ে ছয় কোটি মার্কিন ডলার আয় করেন তিনি। এ ছাড়া অ্যাডিডাস, অ্যাপলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তির মাধ্যমে আয় আছে আরও ৭ কোটি। সব মিলিয়ে সাড়ে ১৩ কোটি ডলার আয় নিয়ে মেসি আছেন তিন নম্বরে। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫৮২ কোটি টাকার বেশি।

আয়ের দিক থেকে শীর্ষ পাঁচে থাকা শেষ দুটি নাম বাস্কেটবলের। যুক্তরাষ্ট্রের এনবিএ তারকা লেব্রন জেমসের আয় ১২ কোটি ৮২ লাখ, আর গ্রিক–নাইজেরিয়ান বাস্কেটবল তারকা জিয়ানিস আন্তেতেকুমপোর আয় ১১.১ কোটি ডলার।

সামনের মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের আয় ১১ কোটি। তার পরেই অবস্থান সৌদি আরবে খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমার (১০.৮) ও করিম বেনজেমার (১০.৬)। ফোর্বস জানিয়েছে, সবচেয়ে বেশি আয় করা শীর্ষ দশ ক্রীড়াবিদের সম্মিলিত বার্ষিক আয় ১৩৮ কোটি মার্কিন ডলার। হিসাবটি করা হয়েছে কর ও এজেন্ট ফি প্রদানের আগেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *