জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণদের একজন চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞানের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম। ভাগ্যের নির্মম পরিহাসে ফলাফল দেখার সুযোগ তাঁর হলো না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৬ জুলাই বিকেলে চট্টগ্রামে নগরীর মুরাদপুর এলাকায় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত হন ওয়াসিম। আন্দোলনের দ্বিতীয় শহীদ ওয়াসিম হয়ে ওঠেন আন্দোলনকারীদের এক বড় অনুপ্রেরণা। সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ছাত্রদলের সাথে মাঠে নামার দৃশ্যও দেখা যায় তাঁর ফেসবুক টাইমলাইনে।
পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে ওয়াসিমের বন্ধুদের দেওয়া ফলাফলের ছবি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওয়াসিমের ফেসবুক টাইমলাইনেও আবেগঘন পোস্ট করতে থাকেন তারা। স্মরণ করেন আন্দোলনের দ্বিতীয় শহীদ ও তাদের প্রিয়জন মোহাম্মদ ওয়াসিমকে।
প্রবাসী শফিউল আলমের পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয় ওয়াসিম। তাঁকে ঘিরে মা-বাবার ছিল অনেক স্বপ্ন। নিজের সুন্দর আচরণের কারণে গ্রামেরও সবার প্রিয় ছিলেন মেধাবী এই তরুণ।
Leave a Reply