প্রাচীনকাল থেকেই রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে হলুদ। ভেষজ গুণে ভরপুর হওয়ার পাশাপাশি হলুদ ত্বকের যত্নে দারুণ কাজ করে। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে রূপচর্চায় ব্যবহার করতে পারেন হলুদ।
রূপ বিশেষজ্ঞদের মতে, গায়ের রং উজ্জ্বল হওয়া থেকে শুরু করে ব্রণ, র্যাশ, অ্যালার্জি, পোড়া দাগও দূর করতে পারবেন হলুদ ব্যবহারের মাধ্যমে।
তবে হলুদের উপকারিতা পেতে কখনও সরাসরি হলুদ ত্বকে লাগাবেন না। হলুদের সঙ্গে সামান্য চালের গুঁড়া ও গোলাপজল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
ঘুমাতে যাওয়ার আগে এ পেস্ট মুখে ম্যাসাজ করে অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। চালের গুঁড়া প্রাকৃতিক স্ক্রাব হিসেবে ত্বকের মরা কোষ দূর করে ত্বকে এনে দেবে রেশমী আভা।
ফেসপ্যাকটি শুকিয়ে গেলে ভেজানো তুলার সাহায্যে আলতো হাতে ম্যাসাজ করে মুখ ধুয়ে নিন। আর ভালো ব্র্যান্ডের একটি ক্রিম লাগিয়ে ঘুমান।
আরও পড়ুন: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঝটপট কী করবেন?
একদিন পরপর সপ্তাহে তিন দিন হলুদ প্যাক ব্যবহার করুন। আর ত্বকের গ্লো নিজেই পরখ করুন। ত্বকের দাগ পরিষ্কার করে উজ্জ্বলতা বাড়াবে হলুদ।
সেই সঙ্গে রোদে পোড়া দাগ আর চোখের নিচে কালো দাগ থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন হলুদের ফেসপ্যাক।
Leave a Reply