শক্তিশালী সৌর ঝড় ধেয়ে আসছে পৃথিবীর বুকে। সতর্কতা জারি করেছে মার্কিন জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ)। জানা গেছে, শক্তিশালী এই সৌর ঝড় শুক্রবার (১১ অক্টোবর) আঘাত হানতে পারে।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক হারিকেনের কারণে চাপের মধ্যে থাকা বিদ্যুৎ গ্রিডগুলোর ওপর সৌর ঝড়টি আরও চাপ সৃষ্টি করতে পারে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকান সংবাদমাধ্যমগুলো।
পৃথিবীর দিকে ৪০ লাখ কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়। মারাত্মক এই সৌরঝড়টি ১ থেকে ৫ স্কেলের মধ্যে ভয়ংকর শক্তিশালী চতুর্থ মাত্রার আওতাভুক্ত। এর প্রভাবে ইন্টারনেট, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎকেন্দ্র এবং স্যাটেলাইট অপারেশন ব্যাহত হতে পারে।
সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, শক্তিশালী এই সৌরঝড়টি ইস্টার্ন টাইমস (ইটি) বৃহস্পতিবার ভোর থেকে দুপুর ১২টার মধ্যে পৃথিবীতে প্রভাব ফেলে শুক্রবার পর্যন্ত স্থায়ী হতে পারে। ইস্টার্ন টাইমের চেয়ে বাংলাদেশের স্থানীয় সময় ১০ ঘণ্টা এগিয়ে।
সৌরঝড়ের সময় সূর্যের কেন্দ্রে প্লাজমা ও চুম্বকীয় তরঙ্গের বিরাট বিস্ফোরণ ঘটে। সেই ঝড়ের ঝাপটা পৃথিবীতে আঘাত হানলে বৈদ্যুতিক ও চুম্বকীয় বিকিরণের বিচ্ছুরণ দেখা যায়।
এনওএএ বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত একটি গুরুতর ভূ-চৌম্বকীয় ঝড়ের সতর্কতা জারি করেছে। এই ঝড় সাময়িকভাবে বিদ্যুৎ ব্যবস্থা ও রেডিও তরঙ্গে বিঘ্ন ঘটাতে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে। সংস্থাটি বিদ্যুৎ গ্রিড অপারেটর ও স্যাটেলাইট নিয়ন্ত্রকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
Leave a Reply