একেই বুঝি বলে- যার বিয়ে তার খবর নেই পাড়াপড়শির ঘুম নেই। সম্প্রতি এমটাই ঘটেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। বিয়ে করেছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ; এমন ছবি ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। এবার হাসনাতের ‘সেই‘ বিয়ের ছবি পোস্ট দিয়ে তাকে শুভেচ্ছাও জানিয়েছেন আরেক সমন্বয় সারজিস আলম।
হাসনাতের সঙ্গে পাঞ্জাবি পরা অবস্থায় একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুকে পোস্ট দিয়ে তার ক্যাপশনে সারজিস লিখেছেন, ‘আল্লাহ পৃথিবীতে মানুষের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত। তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। আজ থেকে সহযোদ্ধা হাসনাত আব্দুলাহ সেই দিক থেকে একধাপ এগিয়ে।’
এরপর হাসনাতের দাম্পত্য জীবনের মঙ্গলকামনা করে সারজিস লিখেছেন, ‘দাম্পত্য জীবন সুখের হোক। আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন।’
এর পরপরই বেরিয়ে এসেছে অসল কাহিনী। যেখানে তিনি বি:দ্র: তে লিখেছেন, ‘ভাবিকে এখনো আমরাও দেখিনি।’ অর্থাৎ হাসনাতের বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে যেই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে সেই ইস্যুতে কিছুটা মজা নিয়েছেন সারজিস।
এর আগে বিষয়টি নিয়ে মজা করতে ছাড়েননি হাসনাতও। ফেসবুকে সমন্বয়কদের নিয়ে ছড়ানো মিথ্যা তথ্য নিয়ে গতকাল তিনি লিখেন, ‘শুনলাম আজ রাতে আসিফ মাহমুদের গায়ে হলুদ, সারজিস আলমের বিয়ে আর নাহিদ ইসলামের এর মেঝো ছেলের সুন্নতে খৎনা।’
উল্লেখ্য, হাসনাত আব্দুল্লাহর বিয়ে নিয়ে গুজব ছড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে তার অংশগ্রহণকে কেন্দ্র করে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আইন বিভাগের ছাত্র জাকারিয়ার বিবাহের ‘আকদ’ অনুষ্ঠান যোগ দেন দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। যেখানে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখা যায় তাদের। এর পর সেই ছবিটি মিথ্যা তথ্য দিয়ে ছড়িয়ে দেয় কতিপয় মহল। যাদের নিয়েই এবার মজা করেছেন এই দুই সমন্বয়ক।
Leave a Reply