চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামী গান গাওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শুনেছি পূজা কমিটি তাদেরকে গান গাওয়ার জন্য অনুরোধ করেছিল, কিন্তু যে গান গেয়েছে সেটি গাওয়ার কথা ছিল না।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, যদি কেউ পরিবেশ অশান্ত করার পরিকল্পনা করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। ধর্মীয় সংঘাত লাগিয়ে অতীতে ফায়দা নিতে চেয়েছে, ভবিষ্যতে আর সুযোগ দেব না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ।
Leave a Reply