আদালতের সামনে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বিক্ষোভ!

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা তিনটার দিকে এ বিক্ষোভের ঘটনা ঘটে। এ সময় একজনকে আটক করেছে পুলিশ।

হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক দিলেন দুই সমন্বয়ক
সরেজমিনে দেখা যায়, আজ পৃথক দুটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক ও ফারুক খানকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। তখন আদালতে শুনানি চলছিল। শুনানি শেষ হওয়ার পর ফারুক খানকে এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। তখন আদালতের সামনে ২০ থেকে ২৫ জন আইনজীবী ও কয়েকজন যুবক স্লোগান দিতে থাকেন। কোতোয়ালি থানার পুলিশ আসার পর আওয়ামীপন্থী ওই আইনজীবী ও অন্যরা চলে যান।

ঢাকার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক খান বলেন, আজ বিকেলে হঠাৎ ঢাকার সিএমএম আদালতের সামনে বেশ কয়েকজন আওয়ামীপন্থী আইনজীবী ও যুবক বিক্ষোভ করছিলেন। খবর পেয়ে তিনি তখন আদালতের সামনে যান। এ সময় মো. নাহিদ নামের একজনকে আটক করে থানায় নেওয়া হয়। তিনি আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের আত্মীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *