হাইকোর্ট চত্বরে এবার যে ঘোষণা দিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ!

সুপ্রিম কোর্ট চত্বরে প্রধান বিচারপতির কাছ থেকে আওয়ামীপন্থী বিচারকদের অপসারণের সিদ্ধান্ত না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে হাইকোর্ট চত্বরে তিনি এই ঘোষণা দেন।

তিনি আরও বলেন, প্রধান বিচারপতি তাদের নিয়ে মিটিংয়ে বসেছে। আমরা কোনো আশ্বাস প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না। আপনারা কিন্তু ভুলে যাবেনন না ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে আছেন।

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে আসিনি।
আমরা দুর্নীতির প্রশ্নে আপসহীন। ভারত কোটি কোটি টাকা ইনভেস্ট করছে এই ছাত্রদের বন্ডিংটাকে ভেঙে দেওয়ার জন্য বলেও তার বক্তব্যে যোগ করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ মনে করেন— যারা ১৬ বছর আওয়ামী সরকারের মাধ্যমে নিয়োগ পেয়েছেন সেসব বিচারকদের দিয়ে আওয়ামী লীগের বিচার সম্ভব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *