রাজধানীতে ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া ও মারধর করেছেন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগকে ধাওয়া করছেন আর বলছেন, ‘ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়টারে ধর।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছিলেন। খবর পেয়ে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী এসে তাদের ধাওয়া দেন। এ সময় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বেধড়ক মারধর করেন।
এদিকে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া ও মারধরের শিকার এক আওয়ামী লীগ কর্মী বলেন, ‘এই দেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ মুছতে পারবে না। আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে।’
Leave a Reply