ধেয়ে আসছে হারিকেন ‘অস্কার’। রোববারের (২০ অক্টোবর) যেকোনো সময় উত্তর আমেরিকার দেশ কিউবা উপকূলে এটি আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, দেশটির প্রধান বিদ্যুৎকেন্দ্র বিকল হয়ে যাওয়ায় এখন পর্যন্ত কার্যত অন্ধকারে রয়েছে বাসিন্দারা। এর মধ্যেই দেশটির দিকে ধেয়ে আসছে একটি হারিকেন ‘অস্কার’। ফলে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন দেশটির নাগরিকরা।
জানা গেছে, গত শুক্রবার (১৮ অক্টোবর) থেকে কিউবার প্রধান বিদ্যুৎকেন্দ্র পরপর দুইবার বিকল হয়ে যায়। সর্বশেষ শনিবার (১৯ অক্টোবর) জাতীয় গ্রিড বিকল হয়ে গেলে দেশজুড়ে ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হয়, যা এখনও অব্যাহত রয়েছে।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল হারিকেন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন, কর্তৃপক্ষ হারিকেন ‘অস্কার’র তাণ্ডব থেকে জনগণ ও সম্পদ রক্ষার জন্য কঠোর পরিশ্রম করছে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য মতে, রোববার ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে পূর্ব কিউবায় আঘাত হানতে পারে ‘অস্কার’। এর ফলে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
Leave a Reply