জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ম্যানার শেখানোকে কেন্দ্র করে একটি সত্য ঘটনা ইতোমধ্যে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।আতিফ ইসলাম আইআর ৪৬ মূলত পোস্টটি করেন।জনকন্ঠের পাঠকদের জন্য পোস্টটি হুবহ তুলে ধরা হলো-
নিষেধাজ্ঞা স্বত্তেও বিভিন্ন উপায়ে জুনিয়রদের ম্যানার শেখানোর ট্রেন্ড চালু রাখার পক্ষে অবস্থান করে থাকেন নব্য সিনিয়ররা। আপনাদের উদ্দেশ্যে একটা সতর্কবার্তা।
প্রথম বর্ষে ম্যানার শেখানোর সময় এক সিনিয়র ভাই আমার এক বন্ধুকে রেগুলার সিগারেট আনতে বলতেন। তো বন্ধু একদিন বিরক্ত হয়ে সিগারেট কিনে নিজের পায়ুপথে ঘষে সিনিয়রকে খাইয়েছিলেন।
করনীয়:
১, ম্যানার শেখানোর নামে টর্চার বাদ দিতে পারেন।
২, সিগারেট ভাগাভাগি করে খেতে পারেন।
দেখেন যেটা ভালো মনে করেন।
Leave a Reply